প্রেস রিলিজ :
অদ্য অক্টোবর ০৭, ২০২৪ খ্রি: সোমবার, সকাল ১১.৩০ মিনিটে ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা: হাজী আব্দুল করিম মিয়া’র উদ্যেগে ও পারিবারিক অর্থায়ণে সমগ্র ভাঙ্গা উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ এ উত্তীর্ণদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর ও প্রতিষ্ঠানের নীতিমালার আলোকে বিজ্ঞান বিভাগে ১০জন, মানবিক বিভাগে ১০ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১০ জন এবং দাখিলে ১০ জন সর্বমোট ৪০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেককে এককালীন ৩,০০০/- টাকার প্রাইজ বন্ড, সম্মাননা স্বারক হিসেবে সনদপত্র, ক্রেষ্ট ও ফুল বিতরণ করা হয়।





বিজ্ঞান বিভাগে পথম স্থান অধিকার অর্জন করেন মো: মেহেরব হোসেন (Md. Meherb Hossain), ভাঙ্গা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন টিবনা ইসলাম (Tibna Islam), ভাঙ্গা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম অধিকার স্থান করে প্রিয়ন্তী আক্তারী (Priyonti Aktery) হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের নিবন্ধণ সনদপত্র উন্মোচন।
একজন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক হিসেব মোঃ আব্দুল লতিফ মিয়া স্যার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, কুর্মি টোলা, ঢাকা কে সম্মননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য বলেন সমাজে ভালো কাজের প্রতিযোগীতা হওয়া উচিত এবং সমাজে সকল শ্রেণীর মানুষকে সাধ্যমত এগিয়ে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন জনাব বি.এম.কুদরত এ-খুদা, উপজেলা নির্বাহী অফিসার,ভাঙ্গা। তার বক্তব্য বলেন অত্র ফাউন্ডেশন আমাদের অফিস থেকে কোন সহায়তার প্রয়োজন অনুভব করলে আমরা আন্তরিক ভাবে দেখবো। সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান করায় ও বিগত সমযের ভালো কাজের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন জনাব মো: মোকছেদুর রহমান, অফিসার ইনচার্জ, ভাঙা থানার পক্ষে প্রতিনিধি, মো: জালাল উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার, ভাঙ্গা, মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভাঙ্গা, মোহাম্মদ মমিনুর রহমান, সমাজসেবা অফিসার, ভাঙ্গা ও মোহাম্মদ হায়দার হোসেন, প্রধান শিক্ষক, ভাঙ্গা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
